প্রকাশিত: Thu, Mar 2, 2023 3:37 PM
আপডেট: Mon, Jan 26, 2026 12:53 AM

বর্তমানে নির্বাচনের ওপর সাধারণ মানুষের আস্থা নেই: জি এম কাদের

জাফর খান: বৃহস্পতিবার সকালে রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে  এমন মন্তব্য করেন তিনি। 

তিনি বলেন, আমি যতটুকু দেখেছি, নির্বাচনে সঠিকভাবে জনগণের প্রত্যাশা বা জনমতের প্রতিফলন না হওয়ায় ভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনীহা দেখা যাচ্ছে। দেশের রাজনীতি বিরাজনৈতিকীকরণের পথে হাঁটছে কি না এ প্রশ্ন করেন জি এম কাদের বলেন, এটা আমাদের দেশের জন্য কখনোই মঙ্গলজনক নয়। জনগণ রাজনীতিবিমুখ হয়েছে। স্বাধীনতাযুদ্ধের মূল চেতনা দেশের মালিক হবেন জনগণ। এটি আমার মনে হয় বাস্তবায়ন হচ্ছে না। আমরা চাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন।

জাতীয় পার্টির চেয়ারম্যান আরো জানান, আগামী নির্বাচনে দলটি ৩০০ আসনে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে সামনে নির্বাচনের পরিবেশ বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। 

এ সময় অন্যান্যের মঝে উপস্থিত ছিলেন মহানগর জাতীয় পার্টির সভাপতি ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির প্রমুখ। সম্পাদনা: সালেহ্ বিপ্লব